নয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও সেতুর কাজ শেষ হয়নি।
দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি প্রবেশের সময় লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে আপ ও ডাউন দুটি লাইনে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে কর্তৃপক্ষ আপ লাইনে ট্রেন চলাচল শুরু করেছে।
বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে, যখন একটি কন্টেইনারবাহী ট্রেন কমলাপুর স্টেশনে প্রবেশ করছিল।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ১১টা ৩৫ মিনিটের দিকে স্টেশনে প্রবেশকালে কন্টেইনারবাহী ট্রেনের পেছনের দুইটি ক্যারেজ ডাউন লাইনে পড়ে যায়। এরপর স্টেশনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta