রমজানে লুঙ্গি পরিধান করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় চিত্রনায়িকা বুবলী
ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে এমন সিনেমাগুলোর মধ্যে একটি হল সিয়াম আহমেদ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। এই সিনেমার নির্মাতা এম রাহিম, এবং ঈদে তারা আসছেন এই সিনেমার মাধ্যমে।
এদিকে, ঈদের সিনেমাগুলোর প্রচারণা শুরু হয়ে গেছে এবং ‘জংলি’ সিনেমার প্রচারণাও চলছে। এই প্রচারণায় বুবলী নিজেই অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে লুঙ্গি পরিহিত অবস্থায় সিনেমার প্রচারণা করেছেন।
বুবলী লুঙ্গি পরা একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে “জংলি” সিনেমা দেখতে কেমন লাগবে?’
এদিকে, তার এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। তারা এই ধরনের এক নতুন প্রচারণা বেশ উপভোগ করছেন। কিছু নেটিজেন ধারণা করছেন, সিনেমায় তিনি হয়তো সাহসী চরিত্রে অভিনয় করবেন, যার কারণে পোশাকের ধরনও আলাদা হতে পারে।
এটি আজাদ খানের গল্পে নির্মিত, এবং চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন প্রিন্স মাহমুদ।
সিনেমায় সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta