ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের ধর্মঘট ও মানববন্ধন
রাজস্ব থেকে সম্মানী বা দৈনিক হাজিরাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ উপলক্ষে তারা একটি মানববন্ধনও করেছে।
বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দিনাজপুর শাখার সভাপতি সেলিম বাদশা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় শাখার আরিফুল ইসলাম ও অহিবুল ইসলাম সহ অন্যান্যরা। কর্মসূচিতে সংগঠনের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থেকে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোন ধরনের বেতন বা ভাতা পাচ্ছি না। এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে পূর্বে সম্মানজনক ভাতা ও দৈনিক হাজিরা দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা যারা মাঠে কাজ করছি, তারা সঠিকভাবে সিমেন সরবরাহ পাচ্ছি না এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা চালু রাখা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়। আমাদের ৭ দফা দাবি, যা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি। যদি দ্রুত আমাদের যৌক্তিক দাবি মানা না হয়, তবে প্রাণিসম্পদ টেকনিশিয়ানরা বৃহত্তর আন্দোলন শুরু করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta