দীঘিনালায় অসহায়দের সহায়তায় সেনাবাহিনী এগিয়ে এসেছে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টিন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সাহায্য এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে দীঘিনালা সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি এই সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন।
এই উদ্যোগের মাধ্যমে দশটি অসহায় পরিবারকে বসতঘর তৈরির জন্য একটি করে টিন প্রদান করা হয়েছে। এছাড়া, উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এবং চারজন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা সহায়তা প্রদান করা হয়। দীঘিনালার মেরুং ইউনিয়নের জয়ন্ত মোহন কারবারি পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা এক ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়া, আটজন অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে।
এসময় দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি এবং জোন এডজুট্যান্ট ক্যাপ্টেন মো. আহনাফ হোসেন উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদান কালে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি বলেছেন, 'সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকে এবং থাকবে। আমরা কেবল নিরাপত্তা নিশ্চিত করি না, বরং সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করি। এই কার্যক্রম তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও দীঘিনালা সেনা জোন এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।'
সেনাবাহিনীর এই সহায়তা কর্মকাণ্ড উপস্থিত ব্যক্তিদের প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্টরা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta