দল থেকে বিচ্ছিন্ন হয়ে যা বললেন মেসি
এই মাসেই বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দুটি ম্যাচ রয়েছে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে। তবে শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন লিওনেল মেসি। স্কোয়াড ঘোষণা করার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলার সময় ইনজুরিতে পড়েন মেসি।
স্কোয়াড ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ৯০ মিনিট খেলেছিলেন এবং একটি গোলও করেছিলেন। এ অবস্থায় মেসির অনুপস্থিতি অবাক করার মতো বিষয়। পরে জানা যায়, এমএলএসের ওই ম্যাচেই ইনজুরি নিয়েছেন মেসি, যার কারণে তিনি ২৫ জনের স্কোয়াডে স্থান পাননি।
ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির পায়ের অ্যাডাক্টর পেশিতে ইনজুরি হয়েছে, তবে এটি গুরুতর নয়। এটি লোয়ার গ্রেড ইনজুরি, যার মানে ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলতে ঝুঁকি নিতে পারতেন মেসি। তবে ক্যারিয়ারের কথা চিন্তা করে এবং তার অতিরিক্ত কাজের বোঝা বিবেচনায় তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
দল থেকে এক অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর মেসি একটি বার্তা দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি বলেন, ‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম, কিন্তু একটি ছোট ইনজুরি আমাকে বিশ্রাম নিতে বাধ্য করছে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সকল ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে আর্জেন্টিনা এখন পর্যন্ত সবার উপরে থাকলেও, সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। নিজেদের শেষ ৫ ম্যাচের মধ্যে ২টি হার এবং ১টি ড্র রয়েছে তাদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta