মোদি ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিলেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ।
প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। রবিবার রাতে, ট্রাম্প তার ‘ট্রুথ’ হ্যান্ডল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাড়ে তিন ঘণ্টার একটি সাক্ষাৎকার শেয়ার করেন। এর পরদিন, সোমবার, মোদি ট্রাম্পের মাইক্রোব্লগিং সাইটে নিজস্ব অ্যাকাউন্ট খুলেন। প্রথম পোস্ট হিসেবে, তিনি একটি যৌথ কর্মসূচির ছবি শেয়ার করেন।
মোদি তার পোস্টে লিখেছেন, “ট্রুথ সোশ্যাল-এ যোগ দিতে পেরে আমি আনন্দিত! এখানে সকলের উত্সাহী মতামত শোনার জন্য এবং আগামী দিনগুলোতে অর্থপূর্ণ আলোচনা অংশ নিতে আমি বেশ উত্তেজিত।”
ট্রাম্প ২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেছিলেন। ২০২১ সালে মার্কিন ক্যাপিটলে হামলার পর তাকে ফেসবুক ও এক্স-এর মতো বড় প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়। এর পরেই তিনি নিজের মাইক্রোব্লগিং সাইট চালু করেন। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta