গাজায় ইসরায়েলের নতুন ভয়াবহ হামলা, নিহত তিন শতাধিক।
ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় আবারও ভয়াবহ বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এছাড়া আহতদের সংখ্যা বাড়ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন হামলায় অন্তত ৩০৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে উত্তর গাজার নিহতের সংখ্যা ১৫৪ জন।
হামলা শুরুর কিছুক্ষণ পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয়, যা হামাসকে জিম্মিদের মুক্তির জন্য চাপ দিতে পরিচালিত বলে জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা এবং দুই শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালায়।
গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবনসহ প্রায় সব স্থাপনাই ধ্বংস হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১২ হাজার ৭০০ জন আহত হয়েছেন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, এবং অনেক ফিলিস্তিনি নিখোঁজ, যাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই।
ইসরায়েলি বাহিনী দাবি করছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলাগুলি চালানো হয়েছে, এবং ইসরায়েলি সেনাবাহিনীর মতে, হামাসের যোদ্ধারা আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta