কাপ্তাই সেনা জোন গৃহহীন পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে
রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত এই রিমান্ডগুলো বিভিন্ন সময়ের জন্য অনুমোদন দিয়েছেন।
বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এই মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার সায়েম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড অনুমোদন দেয়া হয়। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। এছাড়া, যাত্রাবাড়ী থানার চারটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার রাসেল বাকাউল (২২) হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের দুই দিনের রিমান্ড অনুমোদন দেন আদালত। এর আগে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
মামুনকে রিমান্ডে নেয়া সংক্রান্ত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আন্দোলনে অংশ নেন মো. সায়েম হোসেন। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান সায়েম। তার মা শিউলি আক্তার ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আবুল হাসানকে রিমান্ডে নেয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে আন্দোলনে অংশ নেন রাসেল বাকাউল (২২)। পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়ে রাসেল মারা যান। ২৮ আগস্ট তার বড়ভাই হাসনাত বাকাউল যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta