সরকার কমাল ফল আমদানির শুল্ক-কর
পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম সহনীয় রাখতে সরকার আমদানির ক্ষেত্রে শুল্ক-কর হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।
আমদানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে রবিবার এ সংক্রান্ত দুটি নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এছাড়া, ১০ মার্চ জারি হওয়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম করের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছিল, যা এখন সম্পূর্ণ প্রত্যাহার করা হলো।
এনবিআর জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর ও আগাম করের ক্ষেত্রে উল্লেখযোগ্য করছাড় দিয়েছে।
কর ছাড়সহ সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ফলে এ বছর পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta