রামুতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
কক্সবাজারের রামুতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো: রায়হান (২৫) নামক এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে উখিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কক্সবাজার যাওয়ার সময় পানেরছড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় রায়হান ঘটনাস্থলেই নিহত হন এবং ৪ জন আহত হন।
রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, নিহত রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রির একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছিলেন।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী এ ঘটনায় যুবক রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta