তিন ভিসা জালিয়াত আটক
নীলফামারী জেলার কিশোরগঞ্জে তিনজন ভিসা জালিয়াতকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, ২৫টি রবি সিমের খালি প্যাকেট এবং অন্যান্য জালিয়াতির সরঞ্জাম সহ নগদ অর্থ উদ্ধার করা হয়। মোবাইলগুলিতে কানাডার ভুয়া ভিসা আবেদন, ভুয়া ভিসা, জাল পাসপোর্ট, নকল নিয়োগপত্র এবং বিদেশ যাত্রার ভুয়া কাগজপত্র পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়ে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পুটিমারী ইউনিয়নের ডাউয়ারতল গ্রামের সিরাজুল হক সুজার ছেলে মমতাজ আলী মেডেল (২২), তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন ইসলাম (২১) এবং একই গ্রামের গাজির স্ত্রী সুমাইয়া আক্তার (২২)।
সূত্রমতে, সোমবার রাত ১১:৩০টার দিকে সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী ডাউয়ারতল এলাকায় সিরাজুল হকের বাড়িতে এবং জাহিদুলের বাড়িতে কিছু প্রতারক ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে কানাডার ভুয়া ভিসা, নকল পাসপোর্ট এবং নিয়োগপত্র তৈরি করছিল।
এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সিরাজুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় তারা পার্শ্ববর্তী জাহিদুল ইসলামের ঘর থেকে প্রতারণা কাজে ব্যবহৃত মোবাইল ডিভাইসসহ মমতাজ আলী মেডেল এবং তুহিন ইসলামকে আটক করে। তাদের কাছ থেকে ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন এবং সেলফি স্ট্যান্ড উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২ লক্ষ ৬ হাজার ৬ শত ৯০ টাকা, মাইক্রোফোন, বৈদ্যুতিক তার এবং পাওয়ার ব্যাংকও উদ্ধার করা হয়।
এ সময় জাহিদুলের বাড়িতে অভিযান চালানোর পর গাজির স্ত্রী সুমাইয়া আক্তারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন এবং নকল কাগজপত্র উদ্ধার করা হয়। সুমাইয়া আক্তারের দেখানো মতে, তার ঘর থেকে ২৯টি বিদেশি মোবাইল নম্বর সহ রবি সিমের ২৫টি খালি প্যাকেট উদ্ধার করা হয়। তাদের মোবাইলে কানাডিয়ান ভুয়া ভিসা আবেদন, ভুয়া ভিসা, নকল পাসপোর্ট এবং বিদেশ যাত্রার নকল কাগজপত্র পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরপূর্বক জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta