অস্ত্র বিক্রির অভিযোগে কনস্টেবল পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্র বিক্রির অভিযোগে এক কনস্টেবলকে পুলিশ হেফাজতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
অভিযুক্ত কনস্টেবল রিয়াদকে ১৫ মার্চ, শনিবার কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।
রিয়াদ সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র বেচাকেনার কয়েকটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর সিএমপি তাকে গ্রেপ্তার করেছে।
শনিবার কোতোয়ালী থানায় আনার পর সিএমপির একটি টিম তাকে তীব্রভাবে জিজ্ঞাসাবাদ করছে।
অস্ত্র বিক্রির অভিযোগ উঠলে জানা যায়, রিয়াদ সর্বশেষ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং এর আগে কক্সবাজার র্যাবে কাজ করতেন।
এছাড়া, ৩ মার্চ রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও আবু ছালেককে পিটিয়ে, কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার পর নেজামের ক্ষত-বিক্ষত দেহের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়, যা পুলিশ জানিয়েছে কোতোয়ালি থানার লুট হওয়া অস্ত্র।
পুলিশের তদন্তে আরও তথ্য পাওয়া গেছে। রিয়াদের কয়েকটি অডিও ক্লিপে তাকে অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করতে শোনা যায়, যেখানে ৩০ পিস গুলিসহ একটি অস্ত্রের দাম ৫ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হয়। তবে, এই কথোপকথনের সঙ্গে কে যুক্ত ছিল, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ কনস্টেবল রিয়াদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta