পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশের বিভিন্ন স্তরের ১২৭ জন কর্মকর্তা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে একটি জরুরি বৈঠক করবেন।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মাঝে কিছুটা উদ্বেগ রয়েছে, তাই প্রধান উপদেষ্টা আগামীকাল সারাদেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আবুল কালাম আজাদ জানান, পুলিশের উপরের কর্মকর্তাদের মধ্যে পুলিশ সুপার, মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা এই বৈঠকে অংশ নেবেন। পুলিশের আইজিপি বৈঠকে স্বাগত বক্তব্য দেবেন। তারা পুলিশ বিভাগের বিভিন্ন উদ্যোগ ও ৫ আগস্টের পর নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। পাশাপাশি পুলিশের মোরাল অ্যাকটিভিটি পুনঃস্থাপনের জন্য নেয়া পরিকল্পনাও আলোচনা হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পুলিশ সপ্তাহ, যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং পুলিশ বাহিনীর জন্য দিকনির্দেশনা দেবেন। তার আগে, আগামীকালের বৈঠকে পুলিশ বাহিনীকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta