ঢাকাসহ ১২ জেলা জুড়ে তাপপ্রবাহ
দেশের ১২টি জেলায় তাপপ্রবাহ চলমান রয়েছে এবং এটি আরও কিছুদিন স্থায়ী থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে — এ অবস্থায় সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আগামীকাল মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিনকাল তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সিলেট বিভাগের কিছু স্থানে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পাঁচদিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রথমদিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta