খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার এক আসামি নিহত
খুলনাতে সন্ত্রাসীদের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের পুত্র।
শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এই ঘটনাটি ঘটে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, নিহত শাহীন দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার অভিযুক্ত ছিলেন এবং বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
তিনি আরও জানান, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পিছনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা শাহীনের মরদেহ শনাক্ত করেন। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর গুলি চালিয়েছিল, যা তার মাথা ভেদ করে বের হয়ে যায়। এর ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
প্রকাশিত: | By Symul Kabir Pranta