দহগ্রাম সীমান্তে বিএসএফ’র ফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় থেমে গেছে
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), যার জন্য ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়োগ করা হয়েছিল। খবর পাওয়ার পর, বিজিবি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বাধা দেয়, এবং বিএসএফের সদস্যরা তা সরিয়ে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের খিতিরবাড়ী সীমান্তে বিএসএফের ৬ ব্যাটালিয়নের সদস্যরা সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে দহগ্রাম মাস্টারপাড়া সীমান্তে ৮ নম্বর পিলারের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করেন।
শূন্যরেখার ৩-৪ গজ স্থান ছেড়ে প্রায় ৩-৪ ফুট উচ্চতা বিশিষ্ট কাঁটাতারের বেড়া বসাতে শুরু করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি জানাজানি হলে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের ৪ সদস্য ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বাধা প্রদান করেন।
এসময় বিএসএফের ৩০-৩৫ জন সদস্য বিজিবির সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং জোর করে বেড়া নির্মাণের চেষ্টা করে। বিজিবির সদস্যরা তা সরিয়ে দিলে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে এবং খুঁটি ও কাঁটাতার নিয়ে চলে যায়। বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে।
দহগ্রাম মাস্টারপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫৫) বলেন, ‘বিএসএফ জোরপূর্বক আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করছে। বিজিবি বাধা দিলেও কিছু খুঁটি বসানো হয়েছিল, পরে তা সরিয়ে নেয়া হয়।’
বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন জানান, সেক্টর কমান্ডার পর্যায়ে সিনিয়র বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় যে দেড়শ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না বিএসএফ। কিন্তু তাদের প্রতিশ্রুতি না মেনে নির্মাণের চেষ্টা চালানোয় বিজিবি বাধা দেয় এবং খুঁটি উপড়ে নেয়। এই ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta