'দেশের জনগণকে বোকা ভাবা যাবে না, তারা সবকিছু বুঝতে পারে'
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিতে হবে।
সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। দেশ বর্তমানে চরম সংকটে রয়েছে। কেউ কারও কথা শুনছে না বা মানছে না। দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টায় নাটোরের খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের জনগণকে বোকা ভাবলে চলবে না। তারা সবকিছু বুঝতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের সব দিক অন্তর্ভুক্ত রয়েছে। নতুন করে সংস্কারের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়।
দুলু বলেন, দেশের মানুষ আশা করেছিল, রাষ্ট্রে সংস্কার হবে, সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতি কমবে। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটেছে। দুর্নীতি কমার পরিবর্তে আরও বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে। দেশের জনগণের জীবনযাত্রার মান রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছর ধরে তারা যে জুলুম ও দুঃশাসন চালিয়েছে, তা ভুলে গেলে চলবে না।
খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta