নরসিংদীতে তিন সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ
নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে ৪০ বছর বয়সী তিন সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার বিকেলে ভুক্তভোগী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বিবরণ দেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রবিবার রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর তথ্য অনুযায়ী পুলিশ জানায়, রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় তারাবির নামাজ চলাকালে বৃষ্টি হচ্ছিল। সে সময় একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) তার বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে একা পেয়ে তাকে জোর করে ধর্ষণ করেন। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে। ধর্ষণের পর অভিযুক্তরা ওই নারীর গলায় ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন।
পুলিশ আরও জানায়, চলে যাওয়ার সময় অভিযুক্তরা ভুক্তভোগীকে হুমকি দেন, এ বিষয়ে কাউকে কিছু জানালে তার স্বামীসহ তাদের হত্যা করা হবে। অভিযুক্ত রাকিব একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এই ঘটনায় অভিযোগ জানাতে সোমবার বিকেলে ভুক্তভোগী নিজেই নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে যান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে বিস্তারিত জানান। তার বক্তব্য শোনার পর অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোনে বিষয়টি জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ে তাদের গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta