বিনা ভবনে বহিরাগতদের আক্রমণ, মহাপরিচালকের দপ্তরে তালা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালকের (ডিজি) অফিসে ঢুকে একটি গোষ্ঠী কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা লাগিয়ে দেয়। এই ঘটনাটি ইনস্টিটিউটের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টায় কয়েকজন বহিরাগত ব্যক্তি বিনার প্রধান ভবনে ঢুকে মহাপরিচালকের (ডিজি) কক্ষে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেয় এবং অফিসের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তারা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু করে।
ডিজির পিএস জানান, হঠাৎ করে কিছু লোক অফিসে ঢুকে ডিজি স্যারের রুমের বাইরে তালা ঝুলিয়ে দেয়, এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জানান, ডিজি স্যার বর্তমানে অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছেন।
বিক্ষোভকারীরা মহাপরিচালকের বিরুদ্ধে পদোন্নতিতে জ্যেষ্ঠতার লঙ্ঘনের অভিযোগ করলেও এটি ছিল একটি পরিকল্পিত অপপ্রচার। প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানায়, কিছু স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে গবেষণা কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ডিজি আবুল কালাম আজাদের সুনির্দিষ্ট নীতির কারণে যখন গবেষণার পরিবেশ উন্নতি করতে শুরু করেছিল, তখনই এই মহল মিথ্যা অভিযোগ তুলে আন্দোলন শুরু করে।
মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, 'আমি অফিসিয়াল কাজে মন্ত্রণালয়ে আছি। বিনা একটি গবেষণা প্রতিষ্ঠান, আমরা সব কর্মকর্তা-কর্মচারীর স্বার্থ দেখেই কাজ করছি। পদোন্নতির সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ নিয়েছে, যা বাস্তবায়নে কাজ করছি।'
তিনি আরও বলেন, 'আমরা গবেষণার উন্নয়নে কাজ করছি।'
একাধিক বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, বর্তমানে গবেষকদের মনোযোগ গবেষণার দিকে থাকলেও কিছু লোক ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করছে। ডিজি সঠিক নিয়ম মেনে পদোন্নতি দেওয়ার চেষ্টা করছেন, তবে কিছু অসন্তুষ্ট ব্যক্তি মিথ্যা অভিযোগ তুলে আন্দোলন করছে।
বিনা একটি কৃষি খাদ্য নিরাপত্তা ও গবেষণা বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান, যা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
এ ঘটনার পর বিনার কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta