নালিতাবাড়ীর চেল্লাখালী নদী কর্তে নিয়ে গেল শিশু আবিরের জীবন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে গভীর গর্তের পানিতে ডুবে ছয় বছর বয়সী আবির হোসেন নামের এক শিশুর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায়।
সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার চেল্লাখালী নদীতে আবির হোসেন তার সমবয়সী এক বন্ধুর সঙ্গে গোসল করতে যায়। নদীতে বালু উত্তোলন কাজের ফলে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় আবির সেখানে পড়ে যায়।
এসময় তার বন্ধু বাড়ি গিয়ে জানায়, আবির পানিতে ডুবে গেছে। পরিবারের সদস্যরা নদীতে গিয়ে তাকে খোঁজতে থাকে। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে আবিরকে উদ্ধার করা হয় এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আবির হোসেনের মরদেহ হাসপাতালে পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta