রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রোডম্যাপ নিশ্চিত করা প্রয়োজন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়া অবিলম্বে শুরু হওয়া উচিত।’
উত্তরে রাষ্ট্রদূত জানান, তার সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানাতে প্রস্তুত। তিনি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন এবং ভিসা সুবিধাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ বিষয়ক আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা (টিএএফই)-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের কারিগরি শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করবে, যার ফলে দক্ষ কর্মী বিদেশে কাজের সুযোগ পাবে।
তৌহিদ হোসেন হাইকমিশনারকে তার নতুন দায়িত্বে অভিনন্দন জানান এবং বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta