রেমিট্যান্সের মাধ্যমে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, এক করদাতা রেমিট্যান্সের মাধ্যমে ৭৩০ কোটি টাকা দেশে এনে কর ফাঁকি দিয়েছেন। তিনি প্রবাসীদের করমুক্ত সুবিধার সুযোগ নিয়ে এই অর্থ দেশে নিয়ে আসেন।
সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও গণমাধ্যমের সঙ্গে বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় তিনি এই তথ্য প্রদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে।
এই ব্যক্তির নাম প্রকাশ সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, 'অ্যাকশন নেওয়ার পরে তখন আপনারা তার নাম জানবেন।'
আবদুর রহমান খান বলেন, 'আমরা আইন তৈরি করেছি যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে পরিশ্রম করে উপার্জন করে, সেই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারেন। তাদের জন্য এটি ট্যাক্স ফ্রি, যা প্রবাসী কর্মীদের উৎসাহিত করবে এবং তারা ফরমাল চ্যানেলে টাকা পাঠাবে, যা আমাদের রিজার্ভে সাহায্য করবে।'
তিনি আরও বলেন, 'কিন্তু আইনকানুন অনুসরণ না করে কেউ ফাঁকি দিচ্ছে, তা তুলে ধরতে গিয়ে বললেন, এমন একজন ট্যাক্সপেয়ার পেয়েছি, যিনি ৭৩০ কোটি টাকা দেশে আনলেন এবং দাবি করছেন, এটি তার ওয়েজ আর্নার্স এবং এটি ট্যাক্স ফ্রি। আইন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়িত হয়নি।'
এনবিআর চেয়ারম্যান বলেন, 'ট্যাক্স রিটার্ন না দিলে যদি কেউ শান্তিতে থাকতে পারে, তখন রিটার্ন দেওয়া ব্যক্তিদের ওপর চাপ কেন? আপনি দেখুন, ১ কোটি ১৩ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪০ লাখ রিটার্ন দেয়, বাকি ৮০ লাখ দেয় না। যদি রিটার্ন না দিয়ে শান্তিতে থাকতে পারে, তবে যারা রিটার্ন দিচ্ছে, তাদেরই প্রশ্ন করা উচিত, কেন তারা রিটার্ন দিচ্ছে?'
তিনি আরও বলেন, 'এটা মানে, আমাদের মাঠপর্যায়ে কার্যক্রম, বিশেষত এনফোর্সমেন্ট যথাযথভাবে হচ্ছে না, আর এর কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে এবং উল্টো ফল হচ্ছে।'
সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা করদাতাদের ভয়ভীতি দূর করার জন্য, বিভিন্ন সরকারি আন্তঃসংস্থার মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে এনবিআরের সদিচ্ছা বাড়ানোর এবং আমদানি-রপ্তানি ও কর সংক্রান্ত তথ্য নিয়মিত অনলাইনে প্রকাশের জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব সৈয়দ মহিদুল হাসান।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta