সোনারগাঁওয়ে সাংবাদিকদের জন্য জামায়েত ইসলামীর দোয়া ও ইফতার অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেছেন, "বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ সংস্কার শেষ হলে আগামী জাতীয় নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবেন। তাই সকল রাজনৈতিক দলকে অনুরোধ করা হচ্ছে যে, তারা পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দাবি করা থেকে বিরত থাকুন।
আজ সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিক মো: শাহ জালালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ:সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সোনারগাঁ উপজেলা জামায়াত ইসলামী উত্তরের সভাপতি মো: ইসহাক মিয়া, দক্ষিণের আমীর মো: মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব-এডিটর রুহুল আমিন।
অনুষ্ঠানে সোনারগাঁয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta