পাকিস্তান থেকে এসেছে ২৬ হাজার টন আতপ চাল
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি মারিয়াম’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। চালের নমুনা পরীক্ষা করার পর খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এর আগে, ৫ মার্চ, জি টু জি চুক্তির ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে, এর মধ্যে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন পাকিস্তান থেকে এবং ১১ হাজার মেট্রিক টন ভারত থেকে এসেছে।
বিডি প্রতিদিন/এমআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta