মেঘনা ব্যাংকের নতুন চেয়ারম্যান উজমা চৌধুরী
দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের প্রখ্যাত ব্যক্তিত্ব উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (১৬ মার্চ) মেঘনা ব্যাংকের ১৮৫তম বোর্ড সভায় সম্মতিপূর্ণভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উজমা চৌধুরী হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি নিবন্ধিত সিপিএ (সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট)। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক শেষ করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পে সাত বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএ-র হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সালের অক্টোবর থেকে তিনি দেশের অন্যতম বৃহৎ এবং বহুমুখী শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী জীবনের পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচির ফাইন্যান্স ও অডিট কমিটির সদস্য এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)-এর কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মেঘনা ব্যাংক বিশ্বাস করে যে, উজমা চৌধুরীর নেতৃত্বে ব্যাংকটি আরও শক্তিশালী হয়ে ওঠবে এবং উদ্ভাবন, প্রবৃদ্ধি ও উৎকর্ষতার মাধ্যমে শীর্ষস্থান অর্জন করবে।
গত বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক তিনটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। এর মধ্যে মেঘনা ব্যাংক, এনআরবি কমার্শিয়াল এবং এনআরবি ব্যাংক অন্তর্ভুক্ত। এই পুনর্গঠন কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক এর আগেও ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙেছে।
সরকার পতনের পর, এস আলম নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর আরও তিনটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta