রমজানে সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান ডিএমপির
পবিত্র রমজান মাসে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে মন্তব্য করেন।
রোজার মাস চলছে, আর ঈদুল ফিতরের উৎসবও সামনে। রমজান মাসে দেশের অর্থনৈতিক কার্যক্রম বাড়ে এবং মুসুল্লিরা পরিবর্তিত অফিস সময় শেষে ইফতার করার জন্য বাসায় ফিরেন।
রমজান মাসে সড়কগুলোর উপর যানবাহনের চাপ থাকে, যার কারণে ট্রাফিক পুলিশের কাজ আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তাছাড়া কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন দাবি আদায়ে রাস্তা অবরোধ করে নাগরিকদের জীবনে অস্বস্তি সৃষ্টি করছে। সুতরাং, রমজান মাসের বাকি সময়গুলিতে কোনো রকমের রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত
প্রকাশিত: | By Symul Kabir Pranta