নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে স্থিতিশীলতা বজায় রাখা উচিত: ফখরুল
দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আয়োজন যত দ্রুত সম্ভব করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। কারণ, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, নির্বাচন যত বিলম্বিত হবে, ততই ফ্যাসিস্ট শক্তি এবং উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে শুরু করবে।
বিএনপি সংস্কার নিয়ে প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে ৩১ দফা দাবি পেশ করেছে, যখন কেউ সংস্কারের কথা বলছিল না। আজকের যে প্রস্তাব উত্থাপিত হচ্ছে, তা তাদের আগের দাবির সঙ্গে খুব একটা পার্থক্য নেই।
দ্রুত নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনও আন্তরিকভাবে চাচ্ছি যে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হবেন। আমাদের বিশ্বাস, যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে কার্যকরীভাবে দেশ পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলোও একত্রে করা সম্ভব হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, দেশ রুপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta