ঝালকাঠিতে সিটি ক্লাব-পাঠাগারের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
ঝালকাঠিতে সিটি ক্লাব ও পাঠাগারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের অফিসে এই আয়োজন করা হয়।
সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সিটি ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ও সংগঠনের প্রায় দেড় শতাধিক সদস্য।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিটি ক্লাব ও পাঠাগারের ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন সংগঠনের সভাপতি। প্রধান অতিথি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি কাজি খলিলুর রহমান, এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সরোয়ার ইসলাম।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta