ঈদযাত্রার ২৫ মার্চের ট্রেনের টিকিট আজ বিক্রি হচ্ছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গতকাল শুক্রবার শুরু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিক্রি করা হচ্ছে ২৫ মার্চের অগ্রিম টিকিট। সমস্ত অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিটের কোনো রিফান্ড সুবিধা নেই।
এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে চলাচল করা ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।
যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গতকাল ১৪ মার্চ।
এছাড়া, ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং একসাথে ৪টি আসন নিতে পারবেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta