নেত্রকোণায় বিএনপি পরিবারের দোয়া ও ইফতার আয়োজন
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণায় বিএনপি পরিবারের উদ্যোগে গরিব, অসহায় এবং পরিশ্রমী মানুষের সঙ্গে একত্রিত হয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে নেত্রকোণা সরকারি কলেজ টেনিস গ্রাউন্ডে ১ ও ২নং ওয়ার্ড বিএনপি পরিবারের ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক এবং প্রখ্যাত অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
এছাড়াও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহিদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক হেদায়েত উল্লাহ রুমিন, জেলা কৃষক দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান মিল্কী, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক (এজিএস) গাজী তোফায়েল হোসেন, নেত্রকোণা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বি. আরেফিন টিটু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লাখ মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিন উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিনু, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম শরীফ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, সহ-সভাপতি এ কে এম কামরুল হক সোহেল, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এস এম মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে প্রায় এক হাজার রোজাদারের উপস্থিতিতে নেত্রকোণা সরকারি কলেজ মসজিদের ইমাম দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta