শনিবার, ১৫রা মার্চ ২০২৫

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যুবকদের নিয়ে নতুন একটি দল গঠনের ইঙ্গিত

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যুবকদের নিয়ে নতুন একটি দল গঠনের ইঙ্গিত - রাজনীতি
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যুবকদের নিয়ে নতুন একটি দল গঠনের ইঙ্গিত

গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিযবুল্লাহ (আরেফিন)। বৃহস্পতিবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে তথ্য শেয়ার করেন।

হিযবুল্লাহ জানান, ‘গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে আমরা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করার পথে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ। আমরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি বদলে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে এই উপমহাদেশের সামাজিক চুক্তিগুলোর পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমাদের রাজনীতির ভিত্তি হবে ব-দ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে চাঁদাবাজি ও দুর্নীতির ঘেরাটোপ রয়েছে, তা পরিবর্তন করতে চায় আমাদের দল। আমরা পেশিশক্তির রাজনীতি নয়, বরং সম্মান ও শরিকানার ভিত্তিতে রাজনীতিকে নতুনভাবে গড়ে তুলতে চাই। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করি।’

তিনি আরো বলেন, ‘আমরা ভারতের আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যের বিরোধিতা করবো। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই এবং ব-দ্বীপের জনগণের অর্থনৈতিক স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করাই হবে আমাদের রাজনৈতিক লক্ষ্য।’

জানাকের সাবেক এ নেতা আরও জানান, ‘নারীদের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা চাই বাংলাদেশ নারীদের জন্য হবে নিরাপত্তা ও শান্তির স্থান।’

‘আমাদের রাজনৈতিক অঙ্গীকার হবে, সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক কাঠামোর প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা।’

রার/সা.এ

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ