রাষ্ট্র পূর্ণ স্বাধীনতার জন্য এখনও অনেক পথ বাকি: মাহফুজ আলম
রাষ্ট্র পূর্ণ স্বাধীনতা অর্জন করতে এখনও অনেক পথ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম ২০১৩-১৫ সেশনের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
মাহফুজ আলম বলেন, "আমি তা’মীরুল মিল্লাতের ছাত্র ছিলাম। এক সময় স্বৈরাচারের শাসনামলে আমরা আমাদের পরিচয় প্রকাশ করতে পারিনি, কিন্তু এখন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।"
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের সময়ে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ে দিন কাটিয়েছে। মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছিল।
তথ্য উপদেষ্টা বলেন, "রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখবে রাষ্ট্র।"
মাহফুজ আলম আরো বলেন, "রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত সবার জন্য সমানভাবে কাজ করা, দল-মত নির্বিশেষে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।"
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta