রোম ছাড়লেন প্রধান উপদেষ্টা, দেশে ফিরছেন
কাতারে সফর শেষ করে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণের পর দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) ইতালির রোম বিমানবন্দর থেকে তিনি দেশে ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন ড. ইউনূস।
কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে অংশ নিতে ২১ এপ্রিল ঢাকা ত্যাগ করেন তিনি। সম্মেলন শেষে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও পোপ ফ্রান্সিসের আকস্মিক মৃত্যুতে কাতার থেকেই ভ্যাটিকান সিটির উদ্দেশে উড়াল দেন ড. ইউনূস।
শনিবার (২৬ এপ্রিল) সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতার উপস্থিতিতে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta