মেহেরপুরে স্কুল থেকে বোমা উদ্ধার
মেহেরপুরে একটি স্কুল থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া যায়।
রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া খাতুন জানান, সকালে স্কুল খুললে শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার পথে লাল টেপ দিয়ে বাঁধা দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়।
পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু রেখেছিল, তা এখনও জানা যায়নি। তবে ঘটনাটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা দুটি উদ্ধার করে পানির বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta