প্রতিমন্ত্রীর সম্মান পাচ্ছেন মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ করেছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডি.ও পত্রটি এতৎসঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’
এছাড়া, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়ী হন। তবে নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগে ২৪ ফেব্রুয়ারি মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
মামলায় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিনে তিনটি কেন্দ্রে শূন্য ভোট দেখানো হলেও ফলাফলে তার ভোট শূন্য দেখানো হয় ২৮টি কেন্দ্রে, যা ‘অবিশ্বাস্য’ ছিল। তিনি ইভিএমে কারচুপির অভিযোগ তুলে তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরী, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের আসামি করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেয় এবং রেজাউল করিম চৌধুরীর নির্বাচনের ফলাফল বাতিল করে।
এ রায়ের ভিত্তিতে ৮ অক্টোবর নির্বাচন কমিশন ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। পরে ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৫ নভেম্বর থেকে চসিকের দায়িত্ব পালন শুরু করেন।
এটা উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে প্রথম মেয়র হিসেবে ১৯৮৯ সালে জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা লাভ করেছিলেন। এরপর ১৯৯১-১৯৯৩ মেয়াদে বিএনপির মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনও এ মর্যাদা পেয়েছিলেন।
অবশ্য ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপির মোহাম্মদ মনজুর আলম এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীন এই মর্যাদা লাভ করেননি।
ডা. শাহাদাতের পূর্বসূরি রেজাউল করিম চৌধুরী ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। বর্তমানে ডা. শাহাদাত হোসেনকেও সেই মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta