শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ছদ্মবেশে ক্যারম খেলছিল র্যাব, তারপর যা হলো
যশোরের চৌগাছা উপজেলায় একাধিক মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী আইয়ুব হোসেন বাবু (৪০) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে ছদ্মবেশে চৌগাছা বাজারের একটি দোকানে ক্যারম খেলতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার বাবু চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং ইয়াকুব আলীর ছেলে। র্যাব-৬ যশোর ক্যাম্পের কম্পানি কমান্ডার রাসেল জানান, বাবুর অবস্থান সম্পর্কে আগে থেকেই গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। এর পর, র্যাব সদস্যরা ছদ্মবেশে বাজারের একটি দোকানে অবস্থান নেন, যেখানে বাবু ক্যারম খেলছিলেন। এক র্যাব সদস্য তার সঙ্গে খেলার মাধ্যমে ঘনিষ্ঠ হন এবং নির্ধারিত সময়টিতে অন্য সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর, বাবু বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে চৌগাছা থানায় নেওয়া হয়। পরে রাতে তার অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে পুনরায় তাকে থানায় ফিরিয়ে আনা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাবুকে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে, যেগুলোর মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
র্যাব জানিয়েছে, বাবু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন, যার কারণে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta