ভারতের ট্রানশিপমেন্ট বাতিল বাংলাদেশে প্রভাব ফেলবে না: আবদুল আউয়াল মিন্টু
এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, ভারত ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করলেও বাংলাদেশের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে ভারত হয়ে বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে যেত। বর্তমানে আমাদের দেশে যে নতুন এয়ারপোর্ট নির্মাণ হচ্ছে, তা ব্যবহার করে রফতানির সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে।
শনিবার দুপুরে যশোর শহরের টাউন হল ময়দানে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।
এর আগে সকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। শহরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স কক্ষে এই সম্মেলন হয়।
বক্তব্যে তিনি ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধারে সব স্তরের কর্মীদের নতুন করে মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রেণিকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে বাড়তি গুরুত্ব দিতে হবে। কর্মীদের ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জুলকার নায়েন, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক আব্দুস সাত্তার সরকার, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দীনসহ খুলনা অঞ্চলের ২০টি শাখার শাখা ব্যবস্থাপক, অপারেশন্স ম্যানেজার এবং ৮টি উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যশোরে একসময় প্রতিবছর শিল্প ও বাণিজ্যমেলার আয়োজন করা হতো। তবে নানা কারণে গত ১২ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta