গাজা সমর্থন মিছিল
বাংলাদেশের সব ধর্ম, দল ও মতের মানুষ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
আহমাদুল্লাহ বলেন, ‘আজ আমরা একত্রিত হয়ে বিশ্বের কাছে একটি বার্তা দিতে চাই, আমাদের মাঝে বিভিন্ন চিন্তা, মতবাদ এবং পার্থক্য থাকতে পারে; তবে মজলুম ফিলিস্তিনির স্বাধীনতা এবং ভূমির অধিকার নিয়ে আমাদের সমর্থন অপরিবর্তিত। বাংলাদেশের সব মানুষ, ধর্ম বা জাতি নির্বিশেষে, আমরা তাদের সঙ্গে একতাবদ্ধ।’
কর্মসূচি শুরু হয় বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন ইসলামিক স্কলার আহমদ বিন ইউসুফ। পরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা ফিলিস্তিন এবং গাজার পরিস্থিতি নিয়ে ছিল।
এদিনের সমাবেশে বায়তুল মোকাররমের খতিব মওলানা মোহাম্মদ আবদুল মালেক উপস্থিত ছিলেন এবং তিনি গণজমায়েতের সভাপতিত্ব করেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্রের মাধ্যমে দাবী করা হয়, ইসরায়েলি জায়নবাদীদের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে; যুদ্ধবিরতির বদলে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফেরত দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবী জানানো হয়। এই বক্তব্য পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ফিলিস্তিনের স্বাধীনতা এবং শান্তি কামনায় কর্মসূচির শেষাংশে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের নেতৃত্বে পরিচালিত মোনাজাতে লাখো মানুষের চোখে ছিল অশ্রু।
প্রকাশিত: | By Symul Kabir Pranta