ভারত থেকে ৩৬ হাজার টন চাল আনা হয়েছে
ভারত থেকে ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় আমদানি করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি চুক্তি করা হয়।
এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশের মধ্যে পৌঁছেছে, যা চুক্তি অনুযায়ী এসেছে।
জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কাজ দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta