জান্নাতে আল্লাহর দিদার পাওয়ার ৬টি আমল
পরকালে আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখা হবে মুমিনদের জন্য এক অপুর্ব সৌভাগ্যের বিষয়। জান্নাতের অসংখ্য নিয়ামতের মাঝে আল্লাহর দিদার এমন এক আনন্দ যা অন্য সবকিছুকেই হার মানায়।
চলুন, জান্নাতে আল্লাহর দিদার লাভের জন্য করণীয় কিছু আমল জেনে নিই—
প্রথম আমল : ঈমানের সঙ্গে মৃত্যু হওয়া
আল্লাহর দিদার পাওয়ার প্রথম শর্ত হলো ইসলামের পথে থেকে মৃত্যুবরণ করা। যেহেতু যারা অবিশ্বাসী, তাদের জন্য আল্লাহর দিদার নিষিদ্ধ।
আল্লাহ তাআলা বলেন, ‘না, কখনোই নয়! বরং তারা সেদিন তাদের প্রতিপালকের দর্শন থেকে বঞ্চিত থাকবে।’
(সুরা : আল-মুতাফফিফীন, আয়াত : ১৫)
অর্থাৎ কুফরি ও গুনাহের কারণে তারা কিয়ামতের দিন আল্লাহর দিদার থেকে বঞ্চিত হবে, যা প্রমাণ করে মুমিনরা ওই দিন আল্লাহকে দেখতে পাবে।
দ্বিতীয় আমল : দিদারের জন্য আল্লাহর কাছে দোয়া করা
আল্লাহর দিদার লাভের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো এই সৌভাগ্যের জন্য আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করা।
আল্লাহ তাঁর বান্দাদের আন্তরিক দোয়া গ্রহণ করেন। কায়েস ইবনে উবাদা (রা.) বলেন, নবী করিম (সা.) দোয়া করতেন—‘হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাতে তোমার দিদার কামনা করি, সেইসঙ্গে কষ্টকর বিপদ ও বিভ্রান্তির ফিতনা থেকে রক্ষা চাই। হে আল্লাহ! আমাদের ঈমান শক্তিশালী করো এবং হেদায়েতপ্রাপ্ত বানাও।’
(সুনানে নাসায়ি, হাদিস : ১৩০৫)
তৃতীয় আমল : ফজর ও আসরের নামাজে যত্নবান হওয়া
আল্লাহর দিদারের জন্য নামাজে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি, বিশেষ করে ফজর ও আসরের নামাজ আদায় করা। জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, এক রাতে নবী করিম (সা.) চাঁদের দিকে তাকিয়ে বলেন, তোমরা যেভাবে চাঁদ দেখছ, তেমনি তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে—বিঘ্ন ছাড়াই। তাই ফজর ও আসরের নামাজ নিয়মিত পড়ো।
(বুখারি, হাদিস : ৫৫৪)
চতুর্থ আমল : গুনাহ থেকে নিজেকে বিরত রাখা
আল্লাহর দিদার পেতে হলে সব প্রকার গুনাহ থেকে বিরত থাকা জরুরি। আবু জর (রা.) বলেন, রাসুল (সা.) বলেন—তিন ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহর দৃষ্টিতে অবমূল্যায়িত হবেন, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না। এদের মধ্যে রয়েছেন যারা অহংকার করে কাপড় ঝুলিয়ে হাঁটে, দানের পর খোঁটা দেয় এবং মিথ্যা কসমে পণ্য বিক্রি করে। (সহিহ মুসলিম, হাদিস : ১৯৪)
পঞ্চম আমল : আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা থাকা
আল্লাহর সঙ্গে সাক্ষাতের গভীর আকাঙ্ক্ষাও দিদার লাভের উপায়। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহও তার সাক্ষাৎ কামনা করেন। আর যে তা চায় না, আল্লাহও তাকে চান না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫০৭)
ষষ্ঠ আমল : ইহসান বা সৎকাজ করা
আল্লাহর দিদার লাভের আরেকটি পথ হলো ইহসান করা, অর্থাৎ সৃষ্টির প্রতি কল্যাণের কাজ করা।
ইহসান হলো, এমন সব কাজ করা যা দুনিয়াতে প্রশংসিত এবং আখিরাতে সওয়াবের কারণ হয়। ইমাম জুরজানি (রহ.) বলেন, ইহসান এমন কাজ যা দুনিয়ায় গৌরবজনক এবং পরকালে পুরস্কৃত হয়।
আল্লাহ আমাদের এই মহৎ আমলগুলো করার তাওফিক দিন। আমিন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta