জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া
মুমিনের সবচেয়ে বড় অর্জন হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা। জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য কিছু দোয়া রয়েছে, যা পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন বলে আশা করা যায়।
হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- ‘যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের দোয়া চায়, তাহলে জান্নাত বলে, ’হে আল্লাহ, একে জান্নাতে প্রবেশ করাও।’ আর যদি কেউ তিনবার জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে, তাহলে জাহান্নাম বলে, ’হে আল্লাহ, একে জাহান্নাম থেকে মুক্তি দাও।’ (জামে' তিরমিজি: ২৫৭২)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথার আগে সাতবার এই দোয়া পাঠ করা উচিত। যদি কেউ ফজরের পর এই দোয়া পাঠ করে এবং ওই দিনের মধ্যে মারা যায়, তবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। যদি কেউ মাগরিবের পর এই দোয়া পাঠ করে এবং ওই রাতে মারা যায়, তবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সিদ্ধান্ত হবে। (মিশকাত, আবু দাউদ)
হজরত আল-হারিস ইবনু মুসলিম আত্-তামীমী রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছিলেন, ‘যখন তুমি মাগরিবের নামাজের পর সাতবার বলবে-
উচ্চারণ: আল্লাহুম্মা আঝিরনি মিনান নার। অর্থ: ‘হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।’
তুমি এই দোয়া বলার পর যদি ওই রাতে মারা যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। এবং যখন তুমি ফজরের নামাজ শেষ করবে, তখনও একইভাবে বলবে। তারপর যদি ওই দিন মারা যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে।’ (আবু দাউদ, মুসনাদে আহমদ, ইবনে হিব্বান)
এছাড়া জাহান্নাম থেকে মুক্তি পেতে এই দোয়া পড়া যেতে পারে:
উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আজাবান্নার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে পৃথিবীতে কল্যাণ দান কর এবং পরকালেও কল্যাণ দান কর। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর। (সূরা বাকারা, আয়াত : ২০১)।
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দোয়া পড়া যেতে পারে:
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযুবিকা মিনান্নার।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাইছি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta