মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ৫ নির্দেশনা
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান বর্বর হামলার বিরুদ্ধে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করতে ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ ৫টি নির্দেশনা দিয়েছেন। আগামী শনিবার (১২ এপ্রিল) ঢাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সেখানে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (১১ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ৫টি নির্দেশনা শেয়ার করেছেন। সেগুলো হলো-
১. সক্রিয় স্বেচ্ছাসেবী মনোভাব ধারণ করব। আমি একা নই, এ কর্মসূচি সফল করতে আমারও দায়িত্ব রয়েছে—এই প্রতিজ্ঞা নিয়ে বের হবো।
২. অনুষ্ঠানে আসার পথে বা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা নিজেরা পরিচ্ছন্নতা বজায় রাখব। ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস, যেমন পানি, ছাতা, মাস্ক ইত্যাদি সঙ্গে রাখব। মেডিকেল জরুরি সেবার জন্য উপস্থিত স্বেচ্ছাসেবকদের সাহায্য নেব।
৩. যেকোনো ধরনের উত্তেজনা পরিহার করব, আইনশৃঙ্খলা বজায় রাখব এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা করব।
৪. শান্তিপূর্ণ এই কর্মসূচিতে এমন কিছু করব না, যা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে। কোনো দলের বা গোষ্ঠীর প্রতীক পরিহার করে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করব।
৫. জনগণের জানমালের ক্ষতি করে প্রতিবাদ প্রকাশ করতে চাওয়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা একযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেব। মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুমের মাধ্যমে করা যাবে না।
শায়খ আহমাদুল্লাহ বলেছেন, দেশের ইতিহাসে সকল শ্রেণি ও পেশার মানুষদের অংশগ্রহণে এটি হবে একটি অভূতপূর্ব গণজমায়েত। এই উদ্যোগকে সফল করতে আমরা সবাই উল্লিখিত নির্দেশনা অনুসরণ করব বলে অঙ্গীকার করি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta