‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সম্পর্কে আহমাদুল্লাহর ৫ নির্দেশনা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘোষণা করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এ কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এতে ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ উপস্থিত থাকবেন এবং তিনি পাঁচটি নির্দেশনা প্রদান করেছেন।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব নির্দেশনা প্রকাশ করেন।
‘মার্চ ফর গাজা’তে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তুলে ধরে আহমাদুল্লাহ বলেন, 'এটি একটি ঐতিহাসিক গণজমায়েত, যেখানে বিভিন্ন শ্রেণী, পেশা ও মতাদর্শের মানুষ অংশগ্রহণ করবেন। এই উদ্যোগ সফল করতে কিছু নির্দেশনা আমরা সবাই মেনে চলার প্রতিশ্রুতি দেব।'
নির্দেশনার বিষয়ে আহমাদুল্লাহ বলেন-
১. একে অপরের সহযোগিতা করা ও স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানের সফলতার দায়িত্ব আমাদের সকলের।
২. পথ চলা কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আমরা নিজেদের দায়িত্বে পরিষ্কার রাখব। ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখব। মেডিক্যাল সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করব।
৩. যেকোনো পরিস্থিতিতে উত্তেজনা এড়িয়ে চলব, আইনশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করব এবং কোন পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করব।
৪. শান্তিপূর্ণ প্রতিবাদে এমন কিছু করব না যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি প্রকাশ করব।
৫. জনমালের ক্ষতি করে প্রতিবাদ করতে চাওয়া ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করব এবং দুষ্কৃতিকারীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেব। মনে রাখব, জুলুমের প্রতিবাদ অন্য কোন জুলুমে করা যায় না।
এই কর্মসূচি শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের আয়োজনে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta