দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে পদচ্যুত করেছে আদালত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার অভিশংসন প্রস্তাবকে সমর্থন জানিয়ে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে দেশের সাংবিধানিক আদালত। আজ শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।
গত বছর তার সামরিক আইন ঘোষণার তৎকালীন সিদ্ধান্ত, যা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট সৃষ্টি করেছিল, এর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুসারে, নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আগামী ৬০ দিনের মধ্যে ভোট আয়োজন করা হবে। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ডাক-সু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি মুন হিউং-বায়ে মন্তব্য করেন, ইউন তার সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘন করেছেন এবং তার কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য বিপজ্জনক ছিল।
তিনি আরও বলেন, ‘ইউন জনগণের আস্থার প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা করেছেন, যারা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সদস্য। সামরিক আইন জারি করে তিনি দেশের সমাজ, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।’
আদালতের ৮ বিচারপতির একমত সিদ্ধান্তে ইউনকে অপসারণ করা হয়।
ইউনের অপসারণের দাবিতে রাতভর বিক্ষোভকারী হাজার হাজার মানুষ আদালতের রায়ের পর আনন্দে ফেটে পড়ে এবং ‘আমরা জয়ী!’ স্লোগান দিতে থাকে।
এই রায়ের মাধ্যমে মাসের পর মাস চলতে থাকা রাজনৈতিক সংকট শেষ হয়ে যায়, যা দক্ষিণ কোরিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও দেশের অর্থনৈতিক মন্দার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে ছাড়িয়ে গিয়েছিল। সূত্র: আল-জাজিরা
প্রকাশিত: | By Symul Kabir Pranta