ট্রাম্পের সিদ্ধান্তে বিপর্যস্ত বিশ্ব বাণিজ্য, বাংলাদেশেও হবে প্রভাব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আরোপ করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অর্থনীতি সম্পাদক ফয়সাল আহমেদ জানিয়েছেন, নতুন শুল্কের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। তিনি জানান, ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করে যার নাম সুরক্ষাবাদ, এবং সে সময়ের পর থেকে এত বড় শুল্ক কখনো আরোপ করা হয়নি। এমনকি এশিয়ার বাজারে ধস নামলেও এ ধরনের শুল্ক আরোপ হয়নি।
ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক বিশ্বব্যাপী সব দেশের সব পণ্যের ওপর শুক্রবার থেকে কার্যকর হবে। এর পাশাপাশি, বাণিজ্য উদ্বৃত্ত থাকায় একাধিক দেশের ওপর পাল্টা শুল্কও আরোপ করা হবে।
বিবিসির অর্থনীতি সম্পাদক জানান, ট্রাম্পের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত এশিয়ার দেশগুলোর (বাংলাদেশসহ) জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি এসব দেশের হাজার হাজার কোম্পানি ও ফ্যাক্টরির ব্যবসার মডেল বদলে দিতে পারে।
বিশ্বের বৃহত্তম কোম্পানির সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে এবং এই প্রভাব এসব দেশগুলোকে চীনের দিকে ঠেলে দিতে পারে।
ট্রাম্পের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের আমদানি-রপ্তানি ব্যবধান কমিয়ে আনা, যা বৈশ্বিক অর্থনীতির গতিপথ বদলে ফেলবে।
নতুন শুল্কের প্রভাবে যেসব ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর স্থান পরিবর্তন করতে কয়েক বছর লাগবে। তবে, পূর্ব এশিয়ার যেসব দেশে ৩০ থেকে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, সেখানে উৎপাদিত কাপড়, খেলনা ও বৈদ্যুতিক সামগ্রীর দাম দ্রুত বেড়ে যাবে বলে জানিয়েছেন ফয়সাল আহমেদ।
এই শুল্ক আরোপের কারণে ইউরোপের কিছু ভোক্তা লাভবান হতে পারে। ফয়সাল আরও জানান, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের ব্যবসা একীভূত করতে পারে, এবং ভোক্তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিশোধ নিতে পারেন। ইউরোপীয় দেশগুলো হয়তো আর যুক্তরাষ্ট্রের পণ্য কিনবে না।
শুল্ক আরোপের কারণে সামাজিক মাধ্যম সেবায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া বাজারেও পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়লে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করতে পারে, বলেন ফয়সাল। তিনি শেষমেষ জানান, সবকিছু মিলিয়ে বিশ্বে একটি অপ্রীতিকর বাণিজ্য যুদ্ধ হতে পারে।
সূত্র: বিবিসি
প্রকাশিত: | By Symul Kabir Pranta