চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত
চীন ছাড়া অন্যান্য সব দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক কমপক্ষে ১০ শতাংশ কার্যকর থাকবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (৯ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, চীন বিশ্ববাজারে যে অসম্মান দেখিয়েছে, তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
তিনি আরও বলেন, আমি আশা করি, চীন ও অন্যান্য দেশ শীঘ্রই বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন শেষ হয়ে গেছে এবং এটি আর গ্রহণযোগ্য হবে না।
৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে জানিয়ে ট্রাম্প লেখেন, এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) অন্তর্ভুক্ত রয়েছে। এসব দেশ বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা নিয়ে আলোচনা এবং সমাধান চেয়েছে।
এই পরিস্থিতিতে, চীন বাদে অন্যান্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করার অনুমোদন দিয়েছি এবং এই সময়ের জন্য শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta