‘বাংলাদেশের মঙ্গল কামনায় ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ নেই’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর দাবি করেছেন, ভারত ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। তিনি বলেন, এটি ভারতের ডিএনএ-তে অন্তর্ভুক্ত। বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লিতে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। খবর ফার্স্টপোস্টের।
প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন যে, নয়াদিল্লি সবসময় তার প্রতিবেশীর মঙ্গল কামনা করে। তার মতে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু বছর ধরে জনগণের সম্পর্ক।
জয়শঙ্কর বলেন, ‘ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল কামনা করে না।’
সম্প্রতি থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেন। এর কিছুদিন পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে শিগগিরই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
থাইল্যান্ডে বৈঠক চলাকালে, নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, ‘আমাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক অত্যন্ত বিশেষ এবং এটি জনগণের সাথে জনগণের সংযোগের সম্পর্ক, যা অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের স্বীকৃতি দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের মাঝে যে উদ্বেগ প্রকাশ পাচ্ছে, তা নিয়ে আমাদের কিছু চিন্তা রয়েছে। মৌলবাদী প্রবণতা এবং সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমরা চিন্তিত।’
জয়শঙ্কর বলেন, ‘একজন বন্ধু হিসেবে, আমরা আশা করি তারা সঠিক পথে এগিয়ে যাবে এবং সঠিক কাজ করবে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে শিগগিরই নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক ঐতিহ্য অনুসারে, নির্বাচন গণতন্ত্রের জন্য অপরিহার্য এবং এটি ম্যান্ডেট দেয় এবং পুনর্নবীকরণ হয়।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta