বাবার আঘাতে ছেলের আঙুল বিচ্ছিন্ন
একটি ছোট ঘটনা নিয়ে বাবার আঘাতে ছেলে সজীব ওয়াহেদের (২৯) বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড এলাকার তার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত সজীব ওয়াহেদ গিলন্ড এলাকার আব্দুল জব্বারের ছেলে। সজীব আকিজ টেক্সটাইলে কর্মরত একজন ওয়ার্কার। তার বাবা ছিলেন গিলন্ড রাকিব আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক।
সূত্রে জানা গেছে, গতকাল (৯ এপ্রিল) দুপুরে আব্দুল জব্বারের স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তেজিত হলে ছেলে intervenir করার চেষ্টা করে, এরপর বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। প্রতিবেশীরা এসে পরিবেশ শান্ত করেন এবং ছেলে ডিউটিতে চলে যান। ডিউটি শেষে রাত সাড়ে এগারোটায় বাড়ি ফেরার সময় পেছন থেকে তার বাবা আচমকা তার ওপর আক্রমণ করেন।
এ সময় দায়ের কোপে সজীবের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে জেলা সদর হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
আহত সজীব ওয়াহেদ বলেন, 'একটা সামান্য কারণে আমার সাথে এমন অমানবিক কাজটি করেছে। আমার সমাজের লোকজন, আত্মীয়-স্বজনের মাধ্যমে আমি যা উপযুক্ত প্রতিকার পাবো, তা চাই।'
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, 'আমরা এ বিষয়টি কিছুক্ষণ আগে জানি। এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta