আম্বানী পুত্রের ১৮০ কিলোমিটার দীর্ঘ আধ্যাত্মিক পদযাত্রা!
গুজরাটের জামনগর থেকে ২৯ মার্চ শুরু হওয়া ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানীর আধ্যাত্মিক পদযাত্রা রবিবার শেষ হয়েছে। ১৮০ কিলোমিটার হেঁটে ৬ এপ্রিল তিনি দ্বারকা পৌঁছান। অনন্ত হেঁটে দ্বারকায় প্রবেশ করেন এবং দ্বারকাধীশের দর্শন করেন। তার জন্মদিনও ছিল ওই দিন, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী।
অনন্তের যাত্রাপথ জামনগর থেকে দ্বারকা পর্যন্ত প্রায় ১৮০ কিলোমিটার দীর্ঘ ছিল। ২৯ মার্চ থেকে শুরু হওয়া এই যাত্রায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ কিলোমিটার পথ তিনি হেঁটেছেন। প্রতিদিন রাতের বেলা প্রায় সাত ঘণ্টা হেঁটেছেন। তার সঙ্গে ছিলেন কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং নিরাপত্তা রক্ষীরা। তবে, যাত্রা ছিল নীরব ও শান্ত, কোনো রাজকীয়তা ছাড়াই।
অনন্ত জানিয়েছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ জানাতে আমি কষ্ট সহ্য করে হেঁটে যাব। আমি বিশ্বাস করি, কষ্ট সহ্য করেই আমি আমার বিশ্বাস প্রকাশ করব এবং মাথা নত করব, কারণ আমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছি।'
ছোটবেলা থেকেই কুশিং সিনড্রোমে আক্রান্ত অনন্ত, যা একটি বিরল হরমোনজনিত রোগ। স্থূলতা এবং হাঁপানি থাকা সত্ত্বেও ১৮০ কিলোমিটার যাত্রা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সাহসের সঙ্গে প্রতিকূলতা কাটিয়ে সম্পূর্ণ করেন এই আধ্যাত্মিক পদযাত্রা।
এদিকে, এই দীর্ঘ যাত্রায় বেশ কয়েকবার খবরের শিরোনামে আসেন অনন্ত। পশুদের প্রতি তার ভালবাসার একাধিক উদাহরণও যাত্রাপথে দেখা গেছে। তার সঙ্গে ছবি তোলার জন্য বহু মানুষ ভিড় করেছিলেন, এবং তিনি কাউকেই নিরাশ করেননি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta