ইসরায়েল যে কারণে বিমান বাহিনীর হাজার সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে
গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠিতে স্বাক্ষর করা বিমান বাহিনীর সদস্যদের নাম প্রত্যাহার না করলে ইসরায়েল ৯৭০ জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানায়, ৯৭০ জন বিমান বাহিনীর সদস্য, যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ কর্মী ছিলেন, তারা যুদ্ধের বিরোধিতা করেছেন।
এর পর, ইসরায়েলি বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রিজার্ভ সদস্যদের ফোন করে তাদের সমর্থন প্রত্যাহারের অনুরোধ করেন। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানান, যদি তারা যুদ্ধ বিরোধী অবস্থানে থাকেন, তবে তাদের বরখাস্ত করা হবে।
হুমকির পর মাত্র ২৫ জন তাদের নাম প্রত্যাহার করেন, তবে অন্য আটজন তাদের স্বাক্ষর বজায় রাখার অনুরোধ করেন।
বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং পাইলটসহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ রাজনৈতিক স্বার্থে এবং নিরাপত্তার সাথে এর কোনো সম্পর্ক নেই।
ইসরায়েলিবিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, গাজা যুদ্ধের উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার সুযোগ তৈরি করা, যা ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়।
কয়েকদিন আগে, বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার শীর্ষ স্বাক্ষরকারীদের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বৈঠকে রিজার্ভ অফিসাররা এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে এটি একটি আইনি এবং নৈতিক সীমা লঙ্ঘন হিসেবে অভিহিত করেছিলেন। তারা দাবি করেন, রিজার্ভ সদস্যদের রাজনৈতিক মত প্রকাশের অধিকারও এতে লঙ্ঘিত হচ্ছে।
সূত্র: আনাদোলু
প্রকাশিত: | By Symul Kabir Pranta